ঢাকা (সকাল ৯:৪০) রবিবার, ১৯শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা কেড়ে নিলো ৪ জনের প্রাণ Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী Meghna News পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার Meghna News সাঘাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা Meghna News ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Meghna News চাঁপাইনবাবগঞ্জ : তিন লক্ষ টাকা ইজ্জতের মূল্যে প্রবাসীর মুক্তি

শীতে শুষ্ক ত্বকের ঘরোয়া প্রতিকার

ত্বকের যত্নে দুধ ও মধু (ছবি : সংগৃহীত)
ত্বকের যত্নে দুধ ও মধু (ছবি : সংগৃহীত)



হেমন্তের হিমেল হাওয়ার সাথে কুয়াশার চাদর জড়িয়ে প্রকৃতিতে এসেছে শীত। আর শীতকাল মানেই রুক্ষ ও শুষ্ক ত্বক। তাই শীতে ত্বকের চাই একটু বাড়তি যত্ন। এই শীতে শুষ্ক ও রুক্ষ ত্বক থেকে মুক্তি পেতে মেনে চলুন কিছু ঘরোয়া টোটকা-

মধু

সেরা প্রাকৃতিক প্রলেপ হচ্ছে মধু। এটি শুধু ত্বককে ময়েশ্চারাইজই করে না, এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে কোমল, তারুণ্যে ভরা ও উজ্জ্বল রাখে। হাত শুষ্ক হলে মধু মাখুন। এরপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুধের সর ও মধু

দুধের সরে রয়েছে ল্যাকটিক, যা ত্বককে ময়েশ্চারাইজ করে। দুধের সর ও মধু ব্যবহারে হাতের ত্বক আরও নমনীয় হবে। এক টেবিল চামচ দুধের সর ও এক টেবিল চামচ মধু একটি বাটিতে নিয়ে ভালোভাবে মেশান। মিশ্রণটি হাতে মাখুন। এরপর ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

সারা দিন হাতের ত্বকে কোমলতা চান? তাহলে অ্যালোভেরা বা ঘৃতকুমারী মাখুন। অ্যালোভেরায় থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের অন্যতম সেরা ময়েশ্চারাইজার। এটি ত্বককে মসৃণ করে। সূর্যরশ্মির কারণে শুষ্ক হওয়া হাতকে সহজেই আর্দ্র করে এবং যেকোনো ব্যথা বা অস্বস্তি থেকে মুক্তি দেয়। তাজা অ্যালোভেরা নিন। এর জেল পুরো হাতে ম্যাসাজ করুন। যতক্ষণ না জেলের পুরোটা হাত শুষে নেয়, ততক্ষণ রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

ওটমিল

ওটমিলকে প্রোটিনের আকর বলা হয়। এটি শুধু সুস্বাস্থ্যের জন্যই নয়, ত্বকও ভালো রাখে। ওটমিল হাতের মৃত কোষ দূর করে রুক্ষতা থেকে মুক্তি দেয়। এক কাপ ওটমিল হালকা গরম পানিতে দিন। এরপর মিশ্রণ করুন। পরে পুরো শরীরে অথবা শুধু হাতে মাখতে পারেন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন আর দেখুন চমক।

নারকেল তেল

নারকেল ভিটামিন ও পুষ্টি উপাদান সমৃদ্ধ। নারকেলের তেল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নারকেল তেল হাতের ত্বকে মাখান। যতক্ষণ না শুষে নেয়, ততক্ষণ ম্যাসাজ করতে থাকুন। এরপর ধুয়ে ফেলুন।

পেট্রোলিয়াম জেলি

ত্বকের অন্যতম সেরা ময়েশ্চারাইজার পেট্রোলিয়াম জেলি। এটি ত্বককে আর্দ্র রাখে। পেট্রোলিয়াম জেলি হাতে মাখান এবং ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা ধোবেন না, যাতে এটি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে।

দই ও মধু

দইয়ে রয়েছে ল্যাকটিক, যা ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। মধু ত্বককে মসৃণ করে। আর এ দুইয়ের সংযুক্তি দেয় ভিন্ন মাত্রা। একটা কাপ দই ও এক টেবিল চামচ মধু একটি বাটিতে মেশান। এরপর মিশ্রণটি পুরো হাতে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT