শীতের প্রকোপ বাড়তে পারে জানুয়ারিতে
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৪:৪৮, ২৮ ডিসেম্বর, ২০২১
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, সারাদেশের তাপমাত্রা আরও কমতে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
তবে, দিনের বেলায় উষ্ণতা এবং রাতে মৃদু ঠান্ডার অনুভুতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার আবহাওয়া বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
এছাড়া, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অন্য কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
দেশের শীতের তীব্রতা কমে যাচ্ছে, মেঘের কারণে দিনের তাপমাত্রা বেড়েছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘ ও জলীয় বাষ্প থাকলে ঠান্ডা বাতাস অবাধে প্রবাহিত হতে পারে না।
এদিকে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।