শিবচরে নকল সিগারেট রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মীর এম ইমরান,মাদারীপুর রবিবার বিকেল ০৪:১৯, ২৫ এপ্রিল, ২০২১
মাদারীপুরের শিবচরে নকল সিগারেট রাখার দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় জব্দকৃত সিগারেট উপস্থিত জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলার মাদবরেরচর হাটে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের সহযোগিতায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
র্যাব ৮ মাদারীপুর ক্যাম্প সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শিবচর উপজেলার মাদবরেরচর হাটে সালাম স্টোর ও ভাই ভাই স্টোর নামে দুইটি দোকানে নকল সিগারেট বিক্রি করা হয়।বিষয়টি জানতে পেরে দুপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুল হাসান ও র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক জমির উদ্দীন আহমদ অভিযান পরিচালনা করেন।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক সালাম স্টোরের মালিক আবদুস সালামকে ৫০ হাজার টাকা ও ভাই ভাই স্টোরের মালিক জুলহাসকে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, আজ বিকেল আমরা এক গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উক্ত প্রতিষ্ঠানসমূহ নকল পণ্য বিক্রি করছে। আর সেই কারণেই আজকে আমরা এই অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করি। আমাদের কাছে এভাবে তথ্য আসলে আমরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিকতার সাথে খতিয়ে দেখব এবং যথাযথ কার্যকরী ব্যবস্থা নিব। ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয় এমন কাজ কাউকে করতে দেব না।