মীর এম ইমরান,মাদারীপুর বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৬, ৫ আগস্ট, ২০২১
বৃহস্পতিবার ভোরে রেজাউল জমাদ্দারের মেঝ ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে এসে দেখতে পান রেজাউল জমাদ্দারের ঘরে দরজা ভাঙ্গচুর করা। একই সময় আরো দুটি ঘরেও ভাঙ্গচুর করা দেখে তার বড় ভাবিকে ফোন দিয়ে জানান।
পরে পরিবারের লোক বাড়িতে এসে দরজাসহ ঘরের ভিতরে থাকা আলমারি, সোকেস ও আসবাবপত্র ভাঙ্গা দেখেতে পায় আলমারিতে থাকা ১০ভরি স্বর্ণ ও নগদ টাকা, ব্যাংকের চেক, তিনটি ব্যাংকের ডিপিএস এর চেকবই চুরি করে নিয়ে গেছে চোরচক্র।
ভুক্তভোগী পরিবারের বড় ভাবি সেতারা বেগম জানান, বাড়ির সকলে গতকাল শিবচর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বাড়ির লোকজন না থাকায় চোরচক্র রাতের আধারে এসে আমাদের বাড়ি ৩টি ঘরে চুরি স্বর্ণ,টাকা, টিভিসহ মূলবান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।
মো: আনিসুর রহমান , সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) বলেন আমরা ঘটনাস্থান পরিদশন করেছি,ঐ জমাদ্দার বাড়রের কেউ চুরির ঘটনা নিয়ে কোন মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।