ঢাকা (রাত ২:২৭) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান মাদক উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:২১, ৬ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর ও সোনামসজিদ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি-৫৯।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টায় শনিবার ব্যাটালিয়নের আজমতপুর বিওপির হাবিলদার মো. সানোয়ার হোসেনের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় ২ জন চোরাকারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা কয়েকটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩৭ হাজার ২ শত টাকার ৯৩ বোতল ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে অপর এক অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শুক্রবার ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে বাটুলপাড়া কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ফেনসিডিল ও ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT