শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা
ওবায়দুর রহমান মঙ্গলবার সকাল ১১:১১, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষা দিবসের ৬১তম বার্ষিকীতে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার আয়োজনে ‘মহান শিক্ষা দিবস : প্রেক্ষাপট, তাৎপর্য ও প্রাসঙ্গিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আলী হোসেন।
উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি ও ছাত্র ইউনিয়ন-ন্যাপ-কমিউনিস্ট পার্টির গেরিলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার, প্রাক্তন সভাপতি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান ফকির, সংগঠনের জেলা সংসদের সাধারণ সম্পাদক গোক‚ল সূত্রধর মানিক, মহিলা পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক প্রিজম ফকির, ঢাকা বিশ^বিদ্যালয় সংসদের সদস্য এনামুল হাসান অনয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, শিক্ষা পণ্যের দাম কমানো ও শিক্ষাখাতে বাজেট বাড়ানোর দাবীর পাশাপাশি একমুখী, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালুর আহবাণ জানিয়েছেন।