ঢাকা (বিকাল ৫:৫৬) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শাহবাজপুর চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৯জন প্রবাসীকে সংবর্ধনা

মোঃইবাদুর রহমান জাকির  মোঃইবাদুর রহমান জাকির  Clock শুক্রবার দুপুর ০৩:১৩, ২০ আগস্ট, ২০২১

মৌলভীবাজার বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের দেশীও প্রবাসীদেরকে নিয়ে যৌথভাবে গঠিত “চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট” এই সংগঠন শুরু থেকে মানবিক সেবা ও উন্নয়নমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় (১৯ আগষ্ট) বৃহস্পতিবার বাদ সন্ধ্যায় ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে “শাহবাজপুরের” বিশ্বের ভিন্ন দেশে অবস্থানরত কৃতি সন্তানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য মাষ্টার রুহেল আহমদের সঞ্চালনায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য আবু আহমদ হামিদুর রহমান (শিপলু)। প্রধান অতিথি এই আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই ট্রাস্টের প্রসংশা করে বলেছেন- ভিন্ন দেশের অবস্থানরত শাহবাজপুর “চেয়ারম্যান কলাণ ট্রাস্ট” প্রবাসীদেরকে মূল্যায়ণ পূর্বক সংবর্ধনার এই আয়োজন অন্যান্যদের জন্য হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত।

বিশেষ অতিথি ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালিক। তিনি এই রেমিট্যান্স যুদ্ধাদেরকে মূল্যায়ন ও সংবর্ধনা মূলক কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদরা দেশের অর্থনৈতিতে বিশেষ অবদান রাখে তাদেরকে চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট এই সংবর্ধনা দিয়েছে এতে করে প্রবাসীদের সাথে ট্রাস্টও এলাকার একে অপরের সাথে সম্পর্ক আরো গভীর হবে।

আয়োজকরা বলেছেন আমাদের এই ট্রাস্টের অত্র এলাকার অসহায় হত দরিদ্র-রোগীও আর্ত মানবতার তরে ব্যয় হয়, প্রবাসীদের দানকে স্বরণ করে সকল প্রবাসীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ,চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য ফ্রান্স প্রবাসী কয়েছ আহমদ (বকুল),চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম,চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য এম জুবের আহমদ, চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য আবির আহমদ,চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য সাবেক সেনা সদস্য মফিক উদ্দিন।

প্রসঙ্গত ইউনিয়নের বিশ্বের ভিন্ন দেশে অবস্থানরত দেশে আসা ১৯জন প্রবাসীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পরে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থতা ও মৃত্যুবরণকারীদের পরকালীন শান্তি কামনা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT