ঢাকা (দুপুর ১২:৪৬) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্জ্বালন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার রাত ১০:৩৫, ১৪ ডিসেম্বর, ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গৌরীপুরে মোমবাতি প্রজ্জ্বালন শহীদের স্মরণ করেছে যুবদল নেতা-কর্মীরা।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবদলের নেতা-কর্মীরা বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদদের স্মরণ করেন।

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার স্বাধীনতা ঘোষণা পরপরই দেশের সকল শ্রেণির মানুষ দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, বাহালুল মুন্সী, আব্দুল হান্নান, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, মুকছেদুল মোমেন, মুস্তাকিম বাবুম আলাদিন মোল্লা, মামুন হাসান, আনিসুর রহমান সজীব, বিজয় বাউই, তৈমুর খান, স্বাদ খান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT