ঢাকা (সকাল ১০:৫৯) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা-জয়পুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন



নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা-জয়পুর জামরুলতলা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষীপাশা চৌরাস্তায় বুধবার বেলা ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা মোঃ গোলাম মর্তুজা স্বপন ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান।

সূত্র জানায়, লোহাগড়া পৌরসভার অর্থায়নে সাড়ে পঁচিশ লাখ টাকা ব্যায়ে ৪২৫ মিটার দৈর্ঘ্য এ পাঁকা সড়ক নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনকালে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার সচিব মোঃ তফিকুল আলম, সহকারী প্রকৌশলী শেখ স্যাইয়াদুল হক, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজমিন বেগম, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, প্যানেল মেয়র-১ বিশ্বনাথ দাস, প্যানেল মেয়র-২ সৈয়দ সাজাহান সিরাজ বিদ্যুত, প্যানেল মেয়র-৩ রাজিয়া সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, মোঃ সাহিদুর রহমান সাবু, মোঃ পলাশ শেখ, মোঃ ফারুক হোসেন, খালেদা জামান, আওয়ামী লীগ নেতা সিকদার আজাদ রহমান, কে,এম ফয়জুল হক রোম, মোঃ সাইফুল ইসলাম সরু, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, পৌরসভার কার্যসহকারী মোঃ কবির হোসেন, সিকদার ওসমান গণিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের জন্য অনুপযোগী হয়েছিল। প্রতিদিন লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার হতো। ক্ষমতাগ্রহণের পর বর্তমান মেয়রের এটি প্রথম নির্মাণ কাজের উদ্বোধন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT