ঢাকা (সন্ধ্যা ৬:০৮) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় বাড়ি-ঘর ও দোকানে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৫, ১১ আগস্ট, ২০২২

নড়াইলের লোহাগড়ার রামেশ্বরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্যরা লোহাগড়া থানায় একটি এজাহার দাখিল করেছেন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বাবু শেখ ও আকমাল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাবু শেখ গ্রুপের লোকজন আকমাল মোল্যার লোকজনের বাড়ি-ঘরে ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।

ক্ষতিগ্রস্থ আদরী বেগম অভিযোগে জানান, বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাবু শেখের নেতৃত্বে ঠান্ঠু, হুরাই, জিয়ার ও হিমায়েত শেখসহ ২৫/৩০ জনে রামদা, লাঠি নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা আমার বাড়ি-ঘর ভাংচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এছাড়া একই গ্রুপের ক্ষতিগ্রস্থ মুদি দোকানদার রিজিয়া বেগম অভিযোগ করে বলেন, বাবু গ্রুপের লোকজন আমার দোকানে হামলা চালিয়ে দোকান ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT