ঢাকা (দুপুর ২:০১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়ায় পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে ছাগল,কম্বল ও চেক বিতরণ

লোহাগড়ায় পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে ছাগল,কম্বল ও চেক বিতরণ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০৯:৪০, ১৪ জানুয়ারী, ২০১৯

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে ছাগল,কম্বল ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) দুপুর তিনটার দিকে উপজেলা পরিষদ হল রুমে এসব বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিজ অর্থায়নে সোমবার উপজেলার ১১ জন
ভিক্ষুককে ১১টি ছাগল, ৪ জন ভিক্ষুককে ৪টি সেলাই ম্যাশিন, ১৬ জন ভিক্ষুকের প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

লোহাগড়ায় পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে ছাগল,কম্বল ও চেক বিতরণভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠিরে পুনর্বাাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় সোমবার এ প্রকল্পে মোট ১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় বক্তব্য
রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ ফয়জুল আমীর লিটু, সহকারি কমিশনার(ভূমি) এম,এম,আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম এ করিম, ইউপি চেয়ারম্যান কাজী বণি আমিন, আবুল কালাম আজাদ পাখি, সিকদার মোস্তফা কামাল, খান তসরুল ইসলাম, মোঃ আকতার হোসেন
প্রমুখ। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সমাজের দরিদ্র,অবহেলিত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT