লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় অক্ষত
মেঘনা নিউজ ডেস্ক সোমবার রাত ১১:৪৬, ২৩ ডিসেম্বর, ২০১৯
এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ৩৬টি অবৈধ স্থাপনা সোমবার(২৩ ডিসেম্বর) উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনার তালিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থাকলেও তা অক্ষত রয়েছে।
অভিযোগ উঠেছে, সোমবার সকাল থেকে জয়পুরস্থ লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দেওয়াল ঘেষা উত্তর ও দক্ষিণ পার্শের অবৈধস্থাপনা উচ্ছেদ করা হলেও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় অক্ষত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে গড়ে ওঠা ওই সব অবৈধস্থাপনা উচ্ছেদ করেন।একাধীক লোকে অভিযোগ করেন, গরীব ব্যবসায়ী ও মানুষদের উচ্ছেদ করা হয়েছে। আওয়ামী লীগ অফিস রয়েছে অক্ষত। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে বাড়ি ও দোকান।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন এ বিষয়ে বলেন, কর্তৃপক্ষ দুসপ্তাহ সময় দিয়েছেন। স্থাপনা সরিয়ে নেবো।
পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার বলেন, সোমবার ৩৬টি অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ও অবৈধ স্থাপনার আওতায় রয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থাপনা সরিয়ে নেবার জন্য দুসপ্তাহ সময় নিয়েছেন।