লেবাননে জোড়া বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
আরিফুল ইসলাম মঙ্গলবার রাত ১১:৫৭, ৪ আগস্ট, ২০২০
আজ মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। বিস্ফোরণে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধ্বংসস্তুপ থেকে ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে লোকজনকে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড শব্দে প্রথম বিস্ফোরণ ঘটার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
কি থেকে এত বড় বিস্ফোরণ ঘটল তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা না গেলেও বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল বলে জানিয়েছে সেদেশের ন্যাশনাল নিউজ এজেন্সি।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।