ঢাকা (বিকাল ৩:২১) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

লালমনিরহাটে ৩ টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫ জন প্রার্থী

লালমনিরহাটে ৩ টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫ জন প্রার্থী

<script>” title=”<script>


<script>

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৫জন প্রার্থী।
বুধবার(২৮ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তা ও ৫টি সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়ন জমা  করেন তারা।
পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট ১ আসনের মহাজোটের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা  করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লাঙ্গল প্রতিকে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মেজর(অব) খালিদ আখতার, ধানের শীষে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান ও মোশারফ হোসেন, ইঃশা প্রার্থী হাবিবুর রহমান বকুল, এনপিপি’র প্রার্থী আব্দুস সাত্তার, জাসদ প্রার্থী সাদেকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন জামায়াত নেতা আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজু ও প্রবাসী হাবিব মোঃ ফারুক।
আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট ২ আসনের মহাজোটের একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা  করেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু, সালেহ উদ্দিন আহমেদ হেলাল, জাহাঙ্গীর আলম, ও জাপা থেকে সদ্য বিএনপিতে যোগদান করা রোকন উদ্দিন বাবুল, এনপিপি প্রার্থী শরিফুল ইসলাম, ইঃশাঃ প্রার্থী ইব্রাহীম হোসেন খান, বাংলাদেশ মুসলিমলীগের বাদশা মিয়া।
সদর উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট ৩ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাবিব দুলু, বাসদ প্রার্থী আজমুল হক পাটোয়ারী পুতুল, ইঃশা প্রার্থী মোকছেদুল ইসলাম, বিএনএফ প্রার্থী আলমগীর হোসেন মুরাদ, জাসদ প্রার্থী খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন জেলা জাতীয় পার্টির বহিস্কৃত সাবেক সদস্য সচিব একেএম মাহবুবুল আলম প্রামানিক মিঠু ও শামীম আহমেদ চৌধুরী।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের  শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT