লালমনিরহাটে বিনা টিকিটে ভ্রমনের দায়ে২০৯ যাত্রীর জরিমানা
মেঘনা নিউজ ডেস্ক রবিবার রাত ০৮:০৮, ২ সেপ্টেম্বর, ২০১৮
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে ২০৯ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় এলাকার বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগরসহ ৫টি ট্রেনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন তত্ত্বধায়ক(ডিটিএস) শওকত জামিল মোহসীর নেতৃত্বে লালমনিরহাট থেকে বামনডাঙ্গা পর্যন্ত লালমনি এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস ও তিনটি কমিউটার ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমনের দায়ে ২০৯ জন যাত্রীর কাছ থেকে ১লাখ ৬ হাজার ৭০টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।
আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের এ কর্মকর্তা।