ঢাকা (রাত ১২:০৮) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


লালমনিরহাটে জেএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা

লালমনিরহাটে জেএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০৯:৪০, ২৪ ডিসেম্বর, ২০১৮

ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ফেল (অকৃতকার্য) করায় আশিক শাহরিয়ার খান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আশিক উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের পাঠানবাড়ি এলাকার লেবু খানের ছেলে এবং আশিক হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধার দিঘির হাট এলাকার লেভিল ক্রসিং সংলগ্ন শান্তাহার থেকে বুড়িমারী গামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে লাফ দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।
স্কুল সুত্রে জানা গেছে, স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে গত বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে আশিক। সে কারণে অনিয়মিত ছাত্র হিসেবে এবছরও জেএসসি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু সোমবার প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে পূণরায় ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে আশিক। একপর্যায়ে মনের দুঃখে সোমবার বিকেলে উপজেলার দিঘীর হাট এলাকার রেলক্রসিং সংলগ্ন চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে আশিক শাহরিয়ার খান।
লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আরশাদ হোসেন রিজু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা রেলওয়ে ষ্টেশন মাস্টার নুরন্নবী সরকার বলেন, ‘ওই শিক্ষার্থী চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT