লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন মেজর(অব.) মোহাম্মদ আলী
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা বুধবার রাত ০৯:৫২, ২৮ জুলাই, ২০২১
করোনার দ্বিতীয় ঢেউয়ে তছনছ গোটা দেশ। চলছে কঠোর লকডাউন। দাউদকান্দিতেও হুহু করে বাড়ছে করোনার সংক্রমণ। রাজধানী ঢাকায় করোনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। নানা উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে জনজীবন, অজানা আশংকায় এভাবে আর কতোদূর গেলে পরে স্বস্তির নিঃস্বাস ফেলবে জাতি এর কোনো হিসাব সমীকরণ মিলছে না সহজেই। এ অবস্থায় জনজীবনে নেমে এসেছে তিমির প্রহর।কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন মাঠ কাজ করছেন নিরবিচ্ছিন্নভাবে।
ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেছেন করোনারোধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে।
তবে ব্যতিক্রম উদ্যোগ নিয়ে করোনারোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে দিন-রাত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগীতা করছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
তিনি কখনো ছুটছেন অসহায় মানুষের কাছে আর্থিক সহযোগীতার হাত বাড়াতে,আবার কখনো ছুটছেন হাসপাতালে করোনার রোগীর সেবা নিশ্চিত করতে।
স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। কেউ কেউ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজের প্রশংসা করে ফেসবুকেও স্ট্যাটাস দিতে দেখা গেছে।