ঢাকা (রাত ২:৪৪) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লকডাউনের ৭ম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৬৮



করোনারোধে ১৪ দিনের সরকারি কঠোর বিধিনিষেধের সপ্তম দিন ছিল গতকাল বৃহস্পতিবার। বিধিনিষেধের মধ্যেও রাজধানীতে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

ইফতেখায়রুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ ভঙ্গ করার দায়ে ২০৬ ব্যক্তিকে তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

এডিসি মিডিয়া আরও বলেন, এ ছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহণ আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৩১টি গাড়ির মালিককে নয় লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সড়কে প্রচুর মানুষ। রাস্তার মোড়ের সিগনালে যানজট দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট দেখা গেছে সড়কের মাথায় মাথায়। তবে কোনো কোনো চেকপোস্টে পুলিশের ঢিলেঢালা মনোভাব দেখা গেছে। আবার সড়কে বের হওয়া অনেক মানুষ স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান করেননি।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT