ঢাকা (রাত ১:০৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লকডাউনের ২ দিনে গৌরীপুরে ৮০টি মামলায় ১লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ১১:৩৪, ২ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম ২ দিনে বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ জুলাই) সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ময়মনসিংহের গৌরীপুরে ৮০ টি মামলায় ১লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান নেতৃত্বে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় লকডাউন অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় বিভিন্ন পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ২৯টি মামলায় ৩২ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সবগুলো প্রবেশ দ্বারে পুলিশের চেকপোষ্ট, বিজিবি জনসচেতনতায় মাঠে রয়েছে।

বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা ও পৌর শহরে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। এদিন পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় তিনটি ভ্রাম্যমাণ আদালতে ৪৬ টি মামলায় ৭৬ হাজার ৫০টাকা জরিমানা আদায় করে।

সরকারি বিধিনিষেধ অমান্য ও লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৬ টি মামলায় ৭ হাজার টাকা, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান ৩২ টি মামলায় ৫৮ হাজার ৫শ ৫০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ ৮টি মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT