ঢাকা (সন্ধ্যা ৬:২১) রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

র‌্যাবের অভিযানে চোলাই মদ উদ্ধার, আটক-১



চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাহেব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাতে তাকে আটক করে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ২৯ বোতল বাংলা মদ উদ্ধার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

আটক সাহেব আলী (২৯) জেলার সদর উপজেলার সরজন এলাকার তাজকেরা ও বজলুর রহমানের ছেলে।

 

এ বিষয়ে বুধবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদকের একটি চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার রাত ১০ টায় জেলার সদর উপজেলার আতাহার বাজার হতে নয়াগোলাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে মাদক সরবরাহের সময় ২৯ বোতল বাংলা মদসহ সাহেব আলীকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহেব দীর্ঘদিন ধরে বাংলা মদ সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে মাদক বিক্রি করত বলে স্বীকার করায় নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT