ঢাকা (সকাল ১১:৩৪) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


র‍্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, যুবক আটক

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock সোমবার দুপুর ০২:১১, ২৬ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় পৌর এলাকায় পরিচালিত এক অভিযানে এই মাদক উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

 

আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজার স্বর্ণকার পট্টি মহল্লার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮)।

 

এ বিষয়ে রোববার রাতে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাঠান পাড়া খাঁন আটো গ্যারেজের সামনে মাদক সরবরাহের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী রবিউলকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আসামী রবিউলকে সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT