ঢাকা (দুপুর ১:৪০) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


রেকর্ড আয় অর্জন রপ্তানিতে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০২:০৩, ১০ মে, ২০২২

করোনাভাইরাস মহামারিকালে ভয়াবহ ধস কাটিয়ে আবারও বেড়েছে দেশের রপ্তানি আয়।

সোমবার (৯ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জানিয়েছে, গত অর্থ বছরের তুলনায় ২০২১-২২ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত রপ্তানি আয় ৩৫.১৪% বেড়ে ৪৩.৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ অর্থ বছর শেষ হওয়ার দুই মাস আগেই রপ্তানিতে লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ।

ইপিবির তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত তৈরি পোশাক খাতে রপ্তানি আয় গত অর্থ বছরের তুলনায় ৩৬% বেড়ে ৩৫.৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বছরের এপ্রিলের তুলনায় এ বছরের এপ্রিল মাসে ৫১.১৮% রপ্তানি আয় বেড়েছে। ফলে, এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়ের হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের এপ্রিল মাসে রপ্তানিতে ৪.৭৪ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ, যা এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ আয়।

এর আগে, ২০২১-২২ অর্থবছরের ডিসেম্বর মাসে ৪.৯০ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ৪.৮৫ বিলিয়ন ডলার এবং মার্চ মাসে এসেছিল ৪৭৬ কোটি ২২ লাখ ডলার রপ্তানি আয় অর্জন করেছে বাংলাদেশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT