ঢাকা (দুপুর ১২:৩৭) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রুশ হামলায় ইউক্রেনে অন্তত ৩৫১ বেসামরিক মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৩:৫১, ৬ মার্চ, ২০২২

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটিতে কমপক্ষে ৩৫১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় আহত হয়েছে ৭০৭ জন।

শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে প্রচণ্ড লড়াই চলছে, এমন অনেক এলাকা থেকে তথ্য পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। এ ছাড়া হাতে আসা অনেক তথ্যের বস্তুনিষ্ঠতাও এখনো নিশ্চিত নয়। সংস্থাটি বলেছে, হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।

এদিকে শনিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতি বা মানবিক করিডরের ঘোষণা-কোনোটিই মানছে না। শহর দুটিতে হামলা অব্যাহত রয়েছে। ওএইচসিএইচআর বলছে, ভোলনোভাখা শহরে শত শত মানুষকে হতাহত করার অভিযোগ উঠেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT