রাশিয়ার দাবি মানলেই বন্ধ হবে যুদ্ধ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০২:১৩, ৭ মার্চ, ২০২২
ইউক্রেন দাবি মানলে হামলা বন্ধ হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। সেখানেই পুতিন এরদোয়ানকে এমনটি বলেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করার লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা।
এরদোয়ানকে পুতিন জানান, আক্রমণ পরিকল্পনা অনুযায়ী এবং সময়সূচি অনুযায়ী চলছে। পুতিন সম্প্রতি একাধিকবার এমন মন্তব্য করেছেন।
একটি বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পুতিন আশা করছেন ইউক্রেনের আলোচকেরা আরও আলোচনায় আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।
এদিকে এরদোয়ানের অফিসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের নেতা ফোনালাপে পুতিনকে যুদ্ধ বিরতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।