ঢাকা (রাত ১:৩৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৫৫, ১২ নভেম্বর, ২০২০

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। মঙ্গলবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামীলীগ, বিএনপি ও সতন্ত্র হতে মোট সাতজন রাণীনগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এই পদে আওয়ামীলীগ ও বিএনপি থেকে প্রায় দুই ২৪জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

ইতি মধ্যে মঙ্গলবার হতে বৃহস্পতিবার পর্য়ন্ত রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মো রেজাউল ইসলাম থানা আওয়ামীলীগের সদস্য ৪নং পারইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ও রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস্ এবং থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও একডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন, সতন্ত্র হতে শেখ শাহিনুল ইসলামসহ মোট ৭জন রাণীনগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

রাণীনগর উপজেলা আওয়ামীলীগ দলীয় সুত্র জানায়,নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু,সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন,থানা আওয়ামীলীগের সদস্য ও ৫ম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত সাবেক প্রার্থী আনোয়ার হোসেন বিএ,পারইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল,বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল আলম,সাবেক ছাত্রলীগ নেতা মরহুম নজরুল ইসরামের স্ত্রী শামীম আরা পারভিন লিজা,থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়,বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম রাব্বানীসহ প্রায় ১২-১৫ জন দৌড় ঝাঁপ করছেন।

অপর দিকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেতে রাণীনগর থানা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস্, যুগ্ন আহবায়ক ও একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন,সদস্য মেজ বাউল হক লিটন ও নয়ন খাঁন লুলুসহ ৭ জন দৌড় ঝাঁপ করছেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে নির্বাচনের দিন ধার্য করে তফশীল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন রয়েছে। এছাড়া ১৭ নভেম্বর বাছাই এবং ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করার দিন ধার্য করা হয়েছে। এই পদে আগামী ১০ ডিসেম্বর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক) আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশ নেন। ফলে ওই পদটি শুন্য হয়ে পরে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT