ঢাকা (রাত ১২:১৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাণীনগরে র‌্যাবের অভিযানে ২৫৬০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে র‌্যাবের অভিযানে ২৫৬০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১১:৪৭, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

এম এ ইউসুফ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ২৫৬০ পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ সোহাগ বাবু (৩১), আব্দুস সাত্তরের ছেলে মোঃ মানিক শেখ (২৩)। রবিবার  র‌্যাবের এএসপি মোঃ রাজিবুল আহসান ও কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ২৫৬০ পিস ইয়াবা, মাদক কারবারিতে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, ৪টি সিম কার্ডসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলে মাদক ব্যবসায়ীরা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করে। এব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা গেছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT