ঢাকা (দুপুর ১২:০৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


রাণীনগরে করোনা আক্রান্ত মহিলার মৃত্যু,কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ৮৭ জন

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার রাত ১০:৪৬, ৩০ জুন, ২০২১

নওগাঁর রাণীনগরে করোনা আক্রান্ত হয়ে মর্জিনা বিবি (৫০) নামে এক মহিলা মারা গেছেন। বুধবার সকাল অনুমান সাড়ে ৯টায় নিজ বাড়ীতে মারা যান তিনি। মর্জিনা উপজেরা সদরের পশ্চিম বালুভরা গ্রামের মোজাফ্ফর হোসেনের স্ত্রী।

গত ২৮ জুন মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এ নিয়ে এউপজেলায় মোট ৫ জন মারা গেল। এছাড়া এখনো চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা:এএইচএম ইফতেখারুল আলম।

মর্জিনার পারিবারিক সুত্র জানায়,হঠাৎ করেই গত কয়েক দিন আগে জ্বর,কাশিসহ নানা উপসর্গ দেখা দেয়। এর পর ২৮ জুন রাণীনগর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। ওই দিনই মর্জিনার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এর পর থেকে বাড়ীতে থেকেই তিনি চিকিৎসা গ্রহন করছিলেন। বুধবার সকাল অনুমান সাড়ে ৯টায় মারা যান তিনি।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়,এ পর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ২০৮ জনের শরীরে করোনা সংক্রমন সনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৬জন সুস্থ হয়েছেন। এছাড়া মর্জিনাসহ ৫জন মারা গেলেন। এখনো হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন,স্বাস্থ্যবিধি মেনে মর্জিনার দাফন সম্পন্ন করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT