রাণীনগরে তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি শনিবার সন্ধ্যা ০৭:২৬, ৫ অক্টোবর, ২০১৯
এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক ও জঙ্গীবাদ নির্মূল এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুনদের ভুমিকা বিষয়ক তারুণ্যের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাণীনগর প্রেস ক্লাব মিলনায়তনে পিস প্রেসার গ্রুপ (পিপিজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর শাখার সভাপতি আবুল বাশার (চঞ্চল)’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, পেইভ এর প্রকল্প সমন্বয়কারী তুহিন আফসারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শহিদুল ইসলাম, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো: আতিকুজ্জামান জাপান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কেএম আবু তালেব জলসা, সিপিবি’র নওগাঁ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: মুনসুর রহমান, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ও রাণীনগর পিপিজি’র শান্তির দূত এসএম সাইফুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন¦য়ক মো: আছির উদ্দিন, জেলার মহাদেবপুর উপজেলার পিপিজি’র শান্তিরদূত মো: আক্কাস আলী, পত্নীতলা উপজেলার পিপিজি’র শান্তিরদূত মো: শাহিনুর রহমান প্রমুখ। তারুণ্যের সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাণীনগর পিপিজি’র সমন্বয়কারী সাইদুজ্জামান সাগর। অনুষ্ঠানে রাণীনগর উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা মাদক, জঙ্গীবাদ নির্মূল, সংঘাত মুক্ত রাণীনগর বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।