ঢাকা (রাত ৮:২৩) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৩৫, ১৬ ডিসেম্বর, ২০২১

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,রাজারহাট থানা, বীরমুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়,আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স,প্রেসক্লাব রাজারহাট,উপজেলা স্কাউটস্ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ-আনসার ভিডিপি, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান করা হয়।

বিকাল ৪ ঘটিকায় নির্ধারিত ভেন্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা হাতে মুষ্টিবদ্ধভাবে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষজন এতে অংশ নেন।

সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি মোঃ রাজু সরকার, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু,অধ্যক্ষ সফিকুল ইসলাম (রানা), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় প্রমূখ। শেষে পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT