রাজারহাটে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) রবিবার রাত ০৮:০৪, ৭ ফেব্রুয়ারী, ২০২১
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কোভিড–১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম–২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।
রবিবার (৭ ফেব্রুয়ারি ) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ওসি মো: রাজু সরকার, জাপার সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রথমে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, ইউএনও নূরে তাসনিম, সমবায় কর্মকর্তা শাহআলম, ডেন্টাল সার্জন ডা: মাহবুবুল হাসান, এস.আই শরীফ উদ্দিন শেখ ও এ.এস.আই মতিয়ার রহমান সহ ৩০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।