ঢাকা (রাত ৯:৫৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বুধবার সন্ধ্যা ০৬:৩৭, ১ সেপ্টেম্বর, ২০২১

মৌলভীবাজার জেলার রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সেপ্টেম্বর বুধবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার দিন দুপুরে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সকালে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের রিক্সা চালক সোলেমান হেসেনের ছেলে হুসাইন উদ্দিন (১৩) জ্বালানি লাকড়ি সংগ্রহের জন্য বাঁশের কোটা নিয়ে বাড়ির পাশের একটি গাছের শুকনো ডাল ভাঙ্গতে ওই গাছে উঠে। এসময় তার হাতের কোটাটি গাছের উপর থাকা বিদ্যুৎ লাইনে লাগলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় সে গাছ থেকে নিচে পরে গেলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুসাইন উদ্দিন দক্ষিণ ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। দুপুরে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।

এব্যাপারে রাজনগর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক বলেন, ছেলেটি সকালে গাছে লাকড়ি ভাঙ্গতে উঠেছিল। সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যায়। পরে লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT