রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক
ডেক্স রিপোর্ট বৃহস্পতিবার ১২:১৭, ২২ জুলাই, ২০২১
পবিত্র ঈদ-উল-আজহায় রাজধানীতে কোরবানি দিতে গিয়ে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার (২১ জুলাই) সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের সবাই কোরবানি দেওয়ার সময় আহত হন।
জানা যায়, কোরবানির পশু জবাই দেওয়ার সময় কারও হাত, কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এছাড়াও কেও কেও কোরবানির পশুর শিংয়ের আঘাতেও আহত হয়েছেন। আহতরা সবাই চিকিৎসা নিতে হাসপাতালে যান।
তবে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে। তবে বিকেলের পর আহতদের সংখ্যা কমতে পারে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, প্রতি বছরই কোরবানির পশু জবাই দিতে গিয়ে অসংখ্য মানুষ আহত হন। তারা চিকিৎসা নিতে ঢামেকে আসেন। এবারও এসেছেন। কারও অবস্থাই তেমন গুরুতর নয়। কোরবানির সময় সাবধানতা অবলম্বন করলেই এসব দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।