রমজানের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে দাউদকান্দিতে জামায়াতের মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার
শুক্রবার দুপুর ০২:১৭, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
দাউদকান্দিতে পবিত্র মাহে রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে, রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাউদকান্দি উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুলের নেতৃত্বে এ মিছিলটি শুরু হয়।
মিছিল শেষে মনিরুজ্জামান বাহলুল বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে যেন থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে হবে। দিনের বেলা রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে আপনাদের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবেন।
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য আরও বলেন, মানবতার কল্যাণে রাজনীতি করেন। এবং দাউদকান্দি বাসীকে শান্তিতে সুশৃঙ্খলভাবে রোজা রাখার পরিবেশ সৃষ্টি করুন।
এ সময় উপস্থিত ছিলেন—পৌরসভা আমির আবুল কাশেম প্রধানীয়া, উপজেলা নায়েবে আমীর শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান, আইন বিচার ও রাজনৈতিক বিয়ষক সম্পাদক অ্যাড. মুখলেসুর রহমান, পৌরসভার সেক্রেটারি শাহজাহান তালুকদার, কাউছার আলম সরকার, রেজাউল হক সরকার ও সাংবাদিক তোফিক রুবেলসহ জামায়াতের নেতৃবৃন্দরা।
মিছিলটি দাউদকান্দি কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে শুরু করে মডেল থানা সংলগ্ন শহীদ রিফাত পার্কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।