ঢাকা (রাত ১০:২১) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবকরা এদেশের পরিবর্তনের মূল কারিগর- ইউএনও শাকিল আহমেদ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শুক্রবার রাত ১০:৫৪, ১ নভেম্বর, ২০২৪

‘যুবকরা এদেশের পরিবর্তনের মূল কারিগর’- জাতীয় যুব দিবসে প্রধান অতিথি থেকে এমন মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, যুবকদের তারুণ্য শক্তি আছে। যুবরাই উন্নয়নের মূল কারিগর হিসেবে কাজ করে। ২০২৪ সালের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যুবকদেরকেই এগিয়ে আসতে হবে। যুবকরা উদ্যোক্তা হলে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যুবকদের তারুণ্যের শক্তি, পরিশ্রম ও সামর্থ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে তুলতে হবে। সবাইকে পড়াশোনার পাশাপাশি ছোট ছোট উদ্যোক্তা হওয়ার আহবানও জানান তিনি।

 

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

কর্মসূচীগুলো হলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, যুবদের শপথ পাঠ, বৃক্ষরোপন, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদপত্র বিতরণ ও যাতায়াত ভাতা বিতরণ।

 

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমীদা আক্তার লীমা, গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, যুব সংগঠক হারুন আল বারী, সান’র নির্বাহী পরিচালক ওবায়দুর রহমান প্রমুখ। যুবদের শপথ বাক্য পাঠ করান যুব সংগঠক হাবিবুর রহমান জনি।

অনুষ্ঠানে যুবদের হাতে ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও যাতায়াত ভাতা তুলে দেন অতিথিবৃন্দ।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকে স্মরণ রাখার নিমিত্তে উপজেলা পরিষদের বিভিন্ন স্থানে ২৪ টি বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT