ঢাকা (রাত ২:৫৭) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের লন্ডন ব্রীজে অজ্ঞাত বন্দুক ধারির গুলিবর্ষন ৮ জন আহত বন্দুক ধারি নিহত

যুক্তরাজ্যের লন্ডন ব্রীজে গোলাগুলিতে আতঙ্কিত পথচারী
যুক্তরাজ্যের লন্ডন ব্রীজে গোলাগুলিতে আতঙ্কিত পথচারী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৫২, ৩০ নভেম্বর, ২০১৯

মোঃ জাকির হোসেন :যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের লন্ডন ব্রিজ এলাকায় এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন এক অজ্ঞাত বন্দুকধারী। ব্রিটিশ পুলিশ এলাকাটি চারপাশ থেকে ঘিরে রেখেছে।ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সময় শুক্রবার (২৯ নভেম্বর) রাত আটটায়। এ ঘটনায় লন্ডনের লন্ডন ব্রীজের আশপাশের  বসবাসরত অনেক বাঙালীর ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্থের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।গোলাগুলির ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে। তবে পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানা গেছে।
লন্ডন প্রবাসি এক বাংলাদেশির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমরা শুনেছি “লন্ডন ব্রীজের কাছেই এক দুবৃত্তের অতর্কিত ছোড়া গুলিতে ৮ জন পথচারি আহত হয়েছেন।”কিন্তু  কেন হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হলো তা আমার জানা নেই, তবে শুনেছি দুবৃত্যরা সেখানে অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়ে।এসময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয় তার হাতে চাকু ছিল। আরেক ব্যক্তি বলেন,” আমি লন্ডন ব্রিজের কাছেই একটি বিল্ডিংয়ের ভেতরে কাজ করছিলাম হঠাৎ করে আমরা গোলাগুলির শব্দ শুনতে পাই কিন্তু ভয়ে আমরা কেউ সেই বিল্ডিং থেকে বাহির হইনি।  কিন্তু আমি গুলির শব্দ শুনতে পেয়ে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম।”



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT