ঢাকা (সকাল ১০:৫৯) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বুধবার রাত ১০:২৫, ৪ নভেম্বর, ২০২০

যশোর নড়াইল সড়কের হামকুড়ো ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল হোসেন (২৩) নামে এক ঔষধ কোম্পানির স্টাফ নিহত হয়েছে৷

বুধবার সন্ধা ৬ টার দিকে এদুঘটনা ঘটে৷ নিহত শাকিল সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে৷ তিনি ইতিক্যাল ড্রাগস কোম্পানি লিমিটেড এর যশোর এরিয়ার স্টাফ৷

নিহতের প্রতিবেশি দাদা আলমগীর সিদ্দিক জানান, বুধবার সন্ধার দিকে বাড়ি থেকে মটরসাইকেল যোগে ফতেপুর যাচ্ছিলো৷ পথিমধ্যে যশোর নড়াইল সড়কের হামকুড়ো ব্রীজ এলাকায় পৌছালে অঙ্গাত নামা গাড়ীতে দুর্ঘটনার শিকার হয়৷

খবর পেয়ে স্থানিয়রা ও পুলিশ এসে নিহত শাকিলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অমিও দাস সন্ধা ৭টার দিকে মৃৃৃৃত ঘোষনা করে মর্গে পাঠান৷ তিনি বলেন হাসপাতালে আনার আগে তার মৃৃৃৃত্যু হয়েছে৷

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) ওহেদুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনা স্থালে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT