ঢাকা (বিকাল ৫:২৯) বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং

যশোরে ফের উচ্ছেদ অভিযান শুরু

<script>” title=”<script>


<script>

যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মুড়লি মোড় পর্যন্ত সড়কের পাশে প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আবার শুরু হয়েছে।

সোমবার দুপুরে বকচর এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে দুই শতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়বে।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট অফিসার সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় বলেন, যশোরের পালবাড়ি মোড় থেকে মুড়লি মোড় পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য ফেব্রুয়ারি মাসে অভিযান শুরু হয়েছিল। সেই সময় র‌্যাবের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে উচ্ছেদ কাজ বন্ধ হয়ে যায়। প্রায় নয় মাস পর সেই অভিযানের বাকি অংশ আবার শুরু হলো।

এবারের প্রথম দিনের উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণ ছিল বলে জানান সহকারী সচিব অনিন্দিতা রায়। অভিযান চলাকালে সড়ক বিভাগ ছাড়াও পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT