ঢাকা (সন্ধ্যা ৭:১০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


যশোরে প্রবাসীর স্বামীর লাশ উদ্ধার

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock বুধবার বিকেল ০৪:০১, ১৬ সেপ্টেম্বর, ২০২০

যশোরে দুবাই প্রবাসীর স্বামী সুমন হোসেন (৩০) এর লাশ উদ্ধার করেছেন পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত সুমন যশোর সদর উপজেলার সানতলা গ্রামের দাউদ হোসেনের ছেলে।

৪ বছর ধরে তিনি শ্বশুরবাড়ি যশোর শহরের সরকারি এমএম কলেজের দক্ষিণগেট এলাকার রেজাউল ইসলামের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। নিহতের পরিবার তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে।

স্থানীয়রা জানান, সুমন হোসেনের স্ত্রী আশা দুবাইতে থাকেন। একারনে সুমন চার বছর যাবৎ শ্বশুর বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে খেয়ে তার ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শ্বাশুড়ি ডাকাডাকি করে। কিন্তু সুমন ঘুম থেকে না উঠলে শ্বাশুড়ি প্রতিবেশিদের ডাকেন। প্রতিবেশিরা এসে ঘরের টিনের চাল খুলে দেখতে পায় সুমন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের পিতা দাউদ হোসেন জানান, সুমনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তার পিঠ, ঘাড়সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে ব্যবস্থা নেয়া হবে। আর অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT