ময়মনসিংহে কোভিড-১৯ হাসপাতাল গড়ে তোলার দাবীতে জেলা সিপিবি’র স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০৯:৪৯, ১১ জুন, ২০২০
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহে কোভিড-১৯ হাসপাতাল গড়ে তোলার দাবীতে বুধবার (১০ জুন) ময়মনসিংহ জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি সূত্রে জানা যায়, কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিরতিহীন অক্সিজেন সরবরাহ ও ভেন্টিলেশন
সাপোর্টসহ সমস্ত সুযোগ-সুবিধা সমৃদ্ধ একটি হাসপাতাল করার জন্য (১০ জুন) বুধবার সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার এর নেতৃত্বে শারীরিক দূরত্ব বজায় রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরিচালকের পক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ লক্ষী নারায়ণ চক্রবর্তী স্মারকলিপিটি গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ইতোমধ্যেই এস.কে হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহে করোনা প্রতিরোধে অব্যবস্থাপনা ও চিকিৎসার অনিশ্চয়তার বিষয়ে স্মারকলিপিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে উদ্যোগক্তারা বলেন, এস.কে হাসপাতালে মাঝারি ও ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসার নূন্যতম কোন ব্যবস্থা নেই। করোনা রোগীর চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হলো বিরতিহীন অক্সিজেন ও ন্যূনতম ভেন্টিলেশন সুবিধা ব্যবস্থা। এ ক্ষেত্রে ওই হাসপাতালে নেই কোন আইসিইউ সাপোর্টের ব্যবস্থা।
করোনা আক্রান্ত কোন রোগীর অবস্থা গুরুতর হলে কোন রকম চিকিৎসার ব্যবস্থাই নেই। এটা কারো কাম্য নয়। স্মারকলিপি সূত্রে ও সরকারি তথ্যমতে এ জেলায় প্রায় ৮শ করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে। পার্শ্ববর্তী জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুরের কোভিড আক্রান্ত রোগিরাও এই বিভাগীয় শহরের চিকিৎসা সেবার উপর নির্ভরশীল।
তাই অনতিবিলম্বে এই বিভাগীয় শহরে সমস্ত সাপোর্টসহ কোভিড- ১৯ হাসপাতাল গড়ে তোলার দাবী জানান সিপিবি নেতৃত্ববৃন্দ। পাশাপাশি প্রত্যেক উপজেলায় নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করে অধিক টেস্ট করার দাবীও জানান তারা।