মৎস্য ঘের নিয়ে বিরোধে হামলায় আহত-১
মোরশেদ আলম,যশোর মঙ্গলবার ১২:৩৫, ২৭ অক্টোবর, ২০২০
যশোর কেশবপুর পল্লীতে মৎস্য ঘের নিয়ে বিরোধে প্রতিপক্ষে হামলায় ১জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের মৃত কাদের মোল্যার পূত্র জামাল হোসেন পুটুর সাথে প্রতিবেশি আব্দুল গফ্ফারের পূত্র তরিকুল ইসলামের রাজনগর বাঁকাবর্শী বিলের একটি মৎস্য ঘের নিয়ে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে রবিবার দিবাগত রাত ৮টার দিকে তরিকুল ইসলাম, তার পিতা আব্দুল গফ্ফার, মা হালিমা বেগম ও ভাবি ডলি খাতুন সংগবদ্ধ হয়ে লাঠিসোটা ও চায়নিচ কুড়াল দিয়ে প্রতিপক্ষ জামাল হোসেন পুটু (৩৫) এর অতর্কিত উপর হামলা করে।
হামলায় জামাল হোসেন পুটু মারাত্মক আহত হয়। এলাকাবাসি গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।