ঢাকা (রাত ৯:৪৪) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত



মৌলভীবাজার জেলা যুবদল কর্তৃক সদর উপজেলার নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম,সাইফুর রহমানের নিজ বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার, বাহার মর্দানে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম, এ মুহিত এর পরিচালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ),কেন্দ্রীয় কমিটি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শহীদ উল্লাহ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলার আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু।

এছাড়াও আরো  উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জিল্লুর রহমান,সিরাজুল ইসলাম পিরুন,মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন,হাফেজ আহমদ মাহফুজ,আমির মোহাম্মদ,শাহজানসহ মৌলভীবাজার জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ । এসময় প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন,যখন বিএনপির দুর্যোগ ছিলো, তখন সবার আগে যুবদলকে ডাকা হতো।আমরা যদি আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে সরাতে পারি তাহলে কেন আন্দোলন করে  দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না? আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে নিজেকে শক্তিশালী করতে হবে, দলকে শক্তিশালী করতে হবে। তবেই দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন।

মতবিনিময় সভা শেষে মৌলভীবাজার সদর উপজেলা কমিটি গঠন করা হবে কমিটি গঠন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নের্ত্রীবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন,ত্যাগী,পরীক্ষিত ও যোগ্য নেতারা তাদের যোগ্যতা অনুযায়ী পদ  পদবি পাবেন  এবং যথাযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে,দলকে সুসংগঠিত করতে হবে। উক্ত মতবিনিময় সভার সমাপনি বক্তব্যে জাকির হোসেন উজ্জ্বল দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান, তিনি বলেন,তৃণমুল যুবদলকে সুসংগঠিত করতেই আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT