ঢাকা (বিকাল ৪:৪৪) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার জেলার বড়লেখার দৌলতপুরে শীতকে উপেক্ষা করে আজহারীর মাহফিলে হাজারো মুসল্লির ঢল

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ১১:৫৩, ১৫ জানুয়ারী, ২০২০

মোঃইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্টান পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ২দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের ১৪ জানুয়ারী  ২০২০ইং সমাপনি দিবসে হাজারে-হাজার জনতায় ভরপুর দৌলতপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ। এ সময়ের আলোচিত তরুন বক্তা আল্লামা ড.মিজানুর রহমান আজহারী তাঁহার আলোচনায় বলেছেন সুখী দাম্পত্য জীবনে ৫টি টিপস্ অগ্রণী ভূমিকা পালন সুখী জীবন গঠনে।(১) একে অপরকে মানিয়ে নেওয়াঃ-স্বামী-স্ত্রী একে অপরের জন্য একে অপরকে মানিয়ে নেওয়া কাজ করবো। দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয় এই একে অপরকে মানিয়ে নেওয়া। যদি কাজ না করতে পারেন তাহলে দুজনের মধ্যে অশান্তির দাবানল বয়ে যাবে। (২) বিবাদ করা যাবেনাঃ- স্বামী রেগে গেলে স্ত্রী চুপ এবং স্ত্রী রেগে গেলে স্বামীকে চুপ বা নিরব থাকতে হবে।বিবাদ করলে শয়তান আগুনের ফুলকি ঢেলে দেয়। তাহলে দাম্পত্য জীবনে কলহের জের ধরে। এবং তাদের মধ্যে অশান্তির সায়লাব বয়ে যায়।(৩) দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারো সাথে অংশিধারিত্ব করা যাবেনাঃ স্বামী স্ত্রী একান্ত বিষয় বা গোপন করা বিষয়ের কোন কিছু কারো সাথে অংশিধারিত্ব করা যাবেনা। আমার ভাই ও বোনেরা আপনারা আপনাদের প্রাইভেসি বজায় রাখতে হবে।(৪) অহেতুক সন্দেহ করা যাবেনাঃ- দুজনের মধ্যে কোন অহেতুক সন্দেহ করা যাবেনা। দুজনের কোন যদি পরকীয়ায় জড়িয়ে পড়লে নিজেরাই বসে সমাধান করতে হবে।(৫) সহযোগী হিসেবে দায়িত্ব পালনঃ- স্বামী-স্ত্রী দুজনের মধ্যে একে অপরের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা দেখাতে হবে। যার যেখানে সেখান থেকে সহযোগিতার দায়িত্বশীল ভূমিকা পালন করবে,আজহারী মাহফিলে বয়ান শুরু করার পূর্ব তাঁর উপস্থিতে মাহফিলের স্টেইজে মাওলানা শায়খ জামাল উদ্দিনের হাতে দরি রঞ্জন নামের একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং সে নতুন ইসলামের নাম পছন্দ করেছে মোহাম্মদ আলী।

 

১৩ জানুয়ারী জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদ্রসার গত বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে আলিম পর্যন্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ০৩ জন তানম্বির আলম,আরিয়ান,আব্দুলাহ আল মাহি এই শিক্ষার্থীকে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া মাদ্রসার হিফজ শাখার সদ্য হিফজ সম্পন্নকারী ০২ জন হাফেজ হাঃআরিফুল ইসলাম,হাঃজিয়াউল কে পাগড়ী প্রদান করা হয় পাগড়ী পরিধান করিয়ে দেন মাওঃমুফতি আমির হামজা কুষ্টিয়া। আমরা জীবন চলার পথে আল্লাহর অসীম সৃষ্টির স্বীকার করে ইবাদাত করতে হবে, আমরা রূহ জগতে আল্লাহর নিকট প্রতিজ্ঞাবদ্ধ করে আসছি,তাঁহার ইবাদাতের জন্য।ঐ দু দিন ব্যাপী ওয়াজ মাহফিলে তরুন শ্রোতার বেশী সমাগম ঘঠে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT