মৌলভীবাজারে এস এস সি/দাখিল-২১ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ও এইচপি এফ’র দায়িত্বশীল সংবর্ধনা সম্পন্ন

মোঃইবাদুর রহমান জাকির
শনিবার রাত ১১:৪১, ৫ ফেব্রুয়ারী, ২০২২
মৌলভীবাজারের বড়লেখার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত হরিনগর প্রবাসী ফোরাম নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে (৪জানুয়ারী) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় গ্রামের মসজিদ প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এস এস সি-২১ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ও কয়েকজন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়।
এতে ফোরামের প্রধান ডিরেক্টর কামিল আহমদ রাজুর সঞ্চালনায় ও হাফেজ জামাল আহমদের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সিনিয়র উপদেষ্টা আব্দুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান ডিরেক্টর নোমান আহমদ, উপদেষ্টা আতিকুর রহমান, কার্যকরী পরিষদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রবীণ মুরব্বি শরফ উদ্দিন।
মসজিদের ইমাম অনুষ্ঠানে এস এস সি উত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক তুলে দেন।
ছাত্রদের মধ্যে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন আক্তার হোসেন, মাশহুদ আহমদ, মাহফুজ আহমদ মাহিম, পারভেজ আহমদ। ছাত্রী শিক্ষার্থীদের পক্ষে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন তাদের অভিবাকরা, এর মধ্যে সাইমা আক্তার ছুন্না *জিপিএ ৫(A+)* সহ কৃতি শিক্ষার্থী জুমায়রা আক্তার আকি, তানজুমা ইসলাম,সানজিদা আক্তার সাদিয়া, সাবিনা ইয়াসমিন, সূচনা নাজমুন, সাদিয়া আক্তার, নাছিমা বেগম-১, সুমাইয়া বেগম, নাছিমা বেগম-২ সহ প্রমুখ স্মারক গ্রহণ করেন।
এইচ পি এফ’র দায়িত্বশীলদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন ফোরামের সহ সভাপতি নাজিম উদ্দীন,উপদেষ্টা আতিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনাব কামরুল ইসলাম।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের প্রাক্তন ইমাম আব্দুল মালিক সাহেব, বিশিষ্ট মুরব্বি সোনাম উদ্দিন, আব্দুল হক, দায়িত্বশীল আব্দুল বাসিত, তানভীর আহমদ, জুবের আহমদ নাহিদ, জুনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন ছাব্বির আহমদ অনি, তানভীর আহমদ ফাহিম, সামিউর রহমান, ওয়াহিদুর রহমান, সজিব মাহমুদ ছামি, হুমায়ন কবির মাহিম।
প্রসঙ্গত, বক্তাগণ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে এই জনপদ দেশের মধ্যে পরিচিত করে তুলবে।