ঢাকা (রাত ৪:৩৫) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোসাদকে সহযোগিতা করায় ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মৃত্যুদণ্ড

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার সকাল ১০:৫২, ৫ ডিসেম্বর, ২০২২

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গতকাল রোববার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ইসরায়েলকে ‘গোয়েন্দা সহযোগিতার’ পাশাপাশি অপহরণে সহযোগিতার অভিযোগও আনা হয়েছিল।

বিবিসি জানায়, গত মে মাসে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার ইরানের সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে বলে জানায় বিবিসি।

ইরানে দু’মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ ও টান টান উত্তেজনা চলার মাঝে এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।

এছাড়াও, দেশের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ, অপহরণে জড়িত থাকা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অন্য আরও তিনজনকে ৫ থেকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে।

ইরান এবং ইসরায়েল ঘোরতর আঞ্চলিক শত্রুদেশ। দেশ দুটি বহুদিন ধরেই একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT