মেঘনায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দোয়া ও ওয়াজ মাহফিল
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার সন্ধ্যা ০৬:২১, ২৭ মার্চ, ২০২১
কুমিল্লার মেঘনা উপজেলায় মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক ওয়াজ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উপজেলার মানিকার চর ইউনিয়ন এর জয়পুর উজানচর নোয়াগাঁও গ্রামে শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত একটানা বয়ান চলে।
ইউনিয়ন যুবলীগ এর সভাপতি, সমাজ সেবক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন দেশবরেণ্য আলেম হযরত মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা)।
হাজার–হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতে প্রধান অতিথি ঈমান,আমল, আখলাক ও জাহান্নাম–জান্নাতের বিষয় নিয়ে দেড় ঘন্টাব্যাপী আলোচনা পেশ করেন।
ওয়াজ–মাহফিল চলাকালীন সময়ের ফাঁকে অনুষ্ঠানের সভাপতি মো.জাকির হোসেন বলেন,”আমি আসন্ন ইউপি নির্বাচনে মানিকার চর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।
তিনি আরও বলেন,আমি শুধু আপনাদের দিতে এসেছি। নিতে আসি নি। আমি সুখে–দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।”
ওয়াজ মাহফিল শেষে আখেরি মুনাজাতে জাতির জনক শেখ মুজিবুর রহমান,তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের জন্য ও মু্ক্তিযোদ্ধে শহীদদের জন্য বিশেষ দোয়া করেন মাওলানা হাফিজুর রহমান।
ওয়াজ–মাহফিলে আরও বয়ান পেশ করেন হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল মাদানী,পীরজাদা রফিকুল ইসলাম ও মাওলানা আব্দুল্লাহ–আল–ফারুক।