ঢাকা (বিকাল ৪:৩৯) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের Meghna News মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে বিব্রত করছে আ.লীগ Meghna News বিজয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল Meghna News বিএমএসএফের বর্ষসেরা সাংবাদিক সম্মাননা পাচ্ছেন গৌরীপুরের ১০ সাংবাদিক Meghna News গৌরীপুরে ইউএনও’র বিদায় সংবর্ধনা Meghna News গৌরীপুরে শ্রমিকদল সভাপতি স্বপদে বহাল হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ Meghna News লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান Meghna News চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধী চক্রের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২, আহত ২ Meghna News গৌরীপুরে দিনব্যাপী চড়ুইভাতি ও গ্রামীণ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত Meghna News ড. মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে দাউদকান্দি পৌর ছাত্রদল

Join Bangladesh Navy


মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে বিব্রত করছে আ.লীগ

CHAPAI PRESS CONFARENCE PIC 01 = 18.12.24

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ১১:৫৬, ১৮ ডিসেম্বর, ২০২৪

আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার জেরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাসুদ ও রায়হান নামে দুই কিশোর হত্যার ঘটনাকে একটি রাজনৈতিক দল ফেসবুকে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে দাবি করেছে জেলা পুলিশ। এ বিষয়ে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ।

এ সময় তিনি জানান, প্রায় ১২ থেকে ১৫ দিন আগে নাচোল উপজেলার মল্লিকপুর এলাকায় আব্দুল খালেকের পেয়ারা বাগানে পলিথিন (পিপি) লাগানোর কাজ করছিল শ্রমিক সরদার সালাম ও সাধারণ শ্রমিক শাহীন। এক পর্যায়ে শাহীন শ্রমিক সরদার সালামের প্রস্রাব করার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি সালামের নজরে আসলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতিও হয়। এই ঘটনার জের ধরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সালাম তার দলবলসহ মল্লিকপুর গরুর হাটে শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসলে রাত পৌণে ১১টার দিকে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা শ্রমিক শাহীন তার সঙ্গীসাথী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে সালাম ও তার দলবলের ওপর হামলা চালায়। এই অবস্থায় উপস্থিত লোকজন দুই দলকে নিবৃত করলেও এক পর্যায়ে তারা পাশের মাছ বাজার টিনশেডের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় ৬ জন। যাদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে কিশোর মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে কিশোর রায়হান (১৬) মারা যায়। পরে গুরুতর আহত একই এলাকার জালাল উদ্দিনের ছেলে সুমন (১৮) ও আলমের ছেলে রজব আলী রনি (১৪) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা না পাওয়া গেলেও ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং পুলিশের সুনাম নষ্ট করতে দেয়ালে ‘জয় বাংলা’ শ্লোগান লেখাকে কেন্দ্র করে হত্যাকন্ড ঘটানো হয়েছে বলে একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। তবে এই হত্যা কান্ডের ঘটনায় নাচোল থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে নাচোল উপজেলার মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে মো. আজিজুল হক (৫২) এবং এজাবুল হকের ছেলে মো. তাসিম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এছাড়া আরও ৭ থেকে ৮ জন এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার তথ্যে তাদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আর যারা এ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে যাতে করে ভবিষ্যতে কেউ যেন কারো বিরুদ্ধে মিথ্যা কোন গুজব ছড়াতে সাহস না করে।

প্রসঙ্গত; ঘটনার পরপরই নিহত মাসুদ ও রাইহানকে ছাত্রলীগের কর্মী উল্লেখ করে রাতেই নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়ালে ‘জয় বাংলা’ লেখার কারণে হত্যার অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো ফটো কার্ড ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT