মাহফিলের অর্থ নিয়ে ভারতীয় বক্তার প্রতারণা, দাবী আয়োজক কমিটির
এস এম সাখাওয়াত রবিবার সন্ধ্যা ০৭:১৪, ২৬ জানুয়ারী, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে একটি গোরস্থানের উন্নয়নের জন্য আয়োজিত তাফসির মাহফিলের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ভারতীয় বক্তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার পার কানসাট এলাকা রাজার বাগানের পূর্ব পাশে আয়োজিত এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে। ওই মাহফিলের প্রথম দিন ভারতের মালদা জেলার ইসলামী বক্তা মাওলানা মো. দেলোয়ার হোসেন উপস্থিত থাকলেও, দ্বিতীয় দিনে কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন বাংলাদেশের ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
কিন্তু তিনি মাহফিলে উপস্থিত হননি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফিল আয়োজক কমিটির বিরুদ্ধে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানির নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ লোপাটের ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
প্রেক্ষিতে শনিবার (২৫ জানুয়ারী) বিকালে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মাহফিল কমিটি।
এ সময় পার কানসাট কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি মোশারফ হোসেন লিখিত বক্তব্যে জানান, গোরস্থানের উন্নয়নের জন্য চলতি মাসের ২১ ও ২২ জানুয়ারী মঙ্গলবার ও বুধবার বাদ মাগরিব ২ দিন ব্যাপি একটি তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে মাওলানা মো. দেলোয়ার হোসেন উপস্থিত থাকলেও দ্বিতীয় দিনের প্রধান বক্তা হিসেবে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর উপস্থিত হবার কথা। কিন্তু রফিকুল মাদানীর মোবাইল নম্বর না থাকায় মাওলানা দেলোয়ার নিজেই রফিকুল ইসলাম মাদানীর মোবাইল নম্বর দিয়ে তাকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে ঠিক করতে বলেন। আমরা তার কথা মতো দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করে ২২ জানুয়ারি বুধবার আমাদের এখানে তার আসার বিষয়ে নিশ্চিত হয়ে বিকাশের মাধ্যমে নগদ ৪০ হাজার টাকা প্রেরণ করি। পরে এলাকায় মাইকিং শুরু করে লিফলেটও বিতরণ করেছি।
সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন আরও বলেন, এরপর ২২ জানুয়ারি বুধবার মাওলানা দেলোয়ার হোসেনের দেয়া নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসছেন বলে জানাতে থাকলেও রাত সাড়ে ৯ টার পর ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ফলে নিরুপায় হয়ে মাহফিলে আসা এলাকাবাসীকে কমিটির পক্ষ থেকে জানানো হয় রফিকুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি আমাদের এথানে আসতে পারছেননা। আর এভাবেই ভারতীয় নাগরিক মাওলানা দেলোয়ার হোসেন আমাদের সাথে প্রতারণা করেন বলে আমরা এলাকাবাসীকে জানাতে চাই। এ ঘটনার পর থেকেই মাওলানা দেলোয়ারের মোবাইল বন্ধ। আর আমরা এর প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ভারতীয় বক্তা মাওলানা দেলোয়ার হোসেনের নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পার কানসাট কেন্দ্রীয় গোরস্থানের সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও কমিটির সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।