ঢাকা (সকাল ৬:০১) শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মারা গেছেন শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৩:৫০, ১১ মার্চ, ২০২২

জেনেটিক্যালি-মডিফাইড শূকর থেকে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা বিশ্বের প্রথম ব্যক্তি মারা গেছেন। কঠিন হৃদরোগে আক্রান্ত ডেভিড বেনেট নামে যুক্তরাষ্ট্রের ওই ব্যক্তি অস্ত্রোপচারের পরে দুই মাস বেঁচে ছিলেন।

বাল্টিমোরে চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকদিন আগে ডেভিড বেনেটের (৫৭) অবস্থার অবনতি হতে শুরু করেছিল। ৮ মার্চ তিনি মারা যান।

রোগী বেনেট অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ঝুঁকিগুলোর কথা জানতেন। তিনি মেনে নিয়েছিলেন যে এটি অনেকটা ‘আন্দাজভিত্তিক চেষ্টা’। কারণ প্রচলিত মানব হৃদযন্ত্র গ্রহণে অক্ষম বেনেটকে বাঁচানোর চেষ্টা করার আর কোনো কার্যকর উপায় পাওয়া যাচ্ছিল না।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের চিকিৎসকদের এই প্রক্রিয়াটি চালানোর জন্য মার্কিন চিকিৎসা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ওই বিশেষ প্রক্রিয়াটি অনুমোদন করেছিল। বেনেটের শরীরে প্রতিস্থাপিত হৃদপিন্ডটি ছিল একটি জিনগতভাবে পরিবর্তিত শূকর থেকে নেওয়া।

অস্ত্রোপচারের আগে বেনেট ছয় সপ্তাহ ধরে শয্যাশায়ী ছিলেন। একটি যন্ত্রের সঙ্গে যুক্ত করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT