মানবতা এবং জাকির হোসেন এক ও অবিচ্ছেদ অঙ্গ
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার রাত ০১:৪৯, ২০ মার্চ, ২০২১
মানবতা। এই শব্দের সংজ্ঞা নিরুপন করা কারো পক্ষেই সম্ভব নয়।
মানবতা নামক শব্দটি হৃদয়ে ধারন করে অনেকেই মানুষের ভালোবাসা কুঁড়িয়ে নিজেকে নায়ক থেকে মহানায়ক হিসেবে তুলে ধরছে।
কেউ কেউ আবার হয়ে ওঠছে কিংবদন্তী!
বলছি মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন যুবলীগ এর সভাপতি ও জনহৈতষী ব্যক্তি মো.জাকির হোসেন এর কথা।
মানবতা আর জাকির হোসেন যেনো একসূত্রে গাঁথা। এক ও অবিচ্ছেদ অঙ্গ। যেখানেই মানবতার অভাব সেখানেই ছুটে চলছেন তিনি।
মানুষকে ভালোবেসে বুকে টেনে নিতে বিন্দু পরিমান কার্পণ্যতা নেই তাঁর।
গরীব দু:খী ও মেহনতি মানুষজন তাকে খুব পছন্দ করে।
তার ব্যতিক্রমধর্মী আচার-আচরণে যে কাউকে খুব সহজেই তিনি বশে আনতে পারেন। তার এই অনন্য গুণাবলী একদিন তাকে অনেকদূর নিয়ে যাবে।অনেক সম্মান বয়ে আনবে এমনটাই মনে করে তার এলাকার জনগণ।