ঢাকা (সকাল ৭:৪৩) সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার দুপুর ০৩:১১, ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় দাউদকান্দিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার আগে দাউদকান্দি উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দেশের ব্যস্ততম যোগাযোগমাধ্যম ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে কঠোর নজরদারি চালানো হচ্ছে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়িতে তল্লাশি বৃদ্ধি, মহাসড়কে টহল জোরদার এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,

“রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা,নাশকতা বা অপতৎপরতা যাতে না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে পুলিশ মাঠে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT